প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন। ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সম্ভাব্য আয় ও ব্যয়ের খসড়া অনুযায়ী ২০২২-২০২৩ অর্থবছরে ১ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ২৪৭ টাকার চূড়ান্ত বাজেট ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহানাজ পারভীন, মোছা. সাবিনা খাতুন, মোছা. জোনাকি খাতুন, মো. আল আমিন, মাঝাহারুল ইসলাম, মো. শামীম হোসেন, আব্দুল হাকিম, শাহাদহ হোসেন, আশরাফ উদ্দীন, তানজিলুর রহমান, মনিরুল ইসলাম, রিপন হোসেন, মসজিদের ইমাম ওবায়দুল রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমুখ। বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আশরাফুল ইসলাম।