ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৩৫০ জন অসহায় মানুষের মধ্যে সঞ্জয় ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের চিথলিয়াপাড়া এলাকায় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা। এসময় ওসি সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, সঞ্জয় ট্রাস্টের হরিণাকুণ্ডুর সভাপতি মানোয়ার হোসেন, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গদাধর জোয়ার্দ্দার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শুভংকর বিশ্বাস, সঞ্জয় ট্রাস্টের কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।