হরিণাকুণ্ডুতে ৪৫তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

HN PIC-1হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৪৫তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন গতকাল ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু ও সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী। এ সময় হরিণাকুণ্ডু থানার প্রতিনিধি এস.আই মনিরুল ইসলাম, এস.আই সাখাওয়াত হোসেন, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইউনিয়ন পর্যায় থেকে ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১টি দল নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় ও পারদখলপুর কে.বি একাডেমী নিজ নিজ খেলায় জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামী ২৬/০৮/২০১৬ ইং তারিখ শুক্রবার এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।