হরিণাকুণ্ডুতে মাদক সেবন ও গাঁজা রাখার দায়ে ২ জনকে ছয় মাসের কারাদণ্ড

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি এ আদেশ দেন। কারাদন্ড প্রাপ্তরা হলো, উপজেলার পার্বতীপুর গ্রামের মৃতঃ সৈয়দ আলী মন্ডলের ছেলে হোসেন আলী ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মাহাবুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, বৃহস্পতিবার ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর  রাসেল আলীর নেতৃত্বে একটি টিম উপজেলার পার্বতীপুর এলাকা থেকে গাঁজা সেবন ও বিক্রয়ের দায়ে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সনের ২৬ ধারা ও ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক প্রত্যেক কে ৬ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করেন।