প্রতিবেদক, হরিণাকুণ্ডু: হরিণাকুণ্ডুতে নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে হরিণাকুণ্ডু পৌর এলাকার বৈঠাপাড়া ক্যানেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষ্মিতা সাহা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহার নেতৃত্বে দুইজনকে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অবৈধ জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন তিনি। এসময় ১৯৫০ এর ৫ এর ১ ধারা মোতাবেক আমাত মণ্ডলকে ৫ হাজার টাকা ও পারভিনা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য অফিসার মো. নান্নু রেজা, ক্ষেত্র সহকারী মামুনুর রশিদসহ পুলিশের একটি দল।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত