হরিণাকুণ্ডুতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করলেন এসপি হাসানুজ্জামান

ঝিনাইদহ অফিস:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে হরিণাকুণ্ডুতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অপরাধ নির্মূল ও মানুষের ছোটখাটো সমস্যার সমাধান, আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার লক্ষে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভায় বিট পুলিশিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার মো.হাসানুজ্জামান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হুসাইন, পৌর মেয়র শাহিনুর রহমান রিণ্টু, হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা, প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজাম্মান তাজু, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, মঞ্জুরুল আলম, গোলাম মোস্তফা প্রমুখ।