প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর গ্রামে মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ। এসময় বর ও কনে পক্ষের উভয়কে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। বাল্যবিবাহ রোধে বিভিন্ন সচেতনতামূলক কথা বলার পাশাপাশি অইনের আওতায় এনে কারাদণ্ড ও জরিমানা অব্যাহত থাকবে বলেও জানান হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।