চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৩ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

হরিণাকুণ্ডুতে বাইসাইকেল চালানো শিখতে গিয়ে শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
জুন ৩, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাইসাইকেল চালানো শিখতে গিয়ে আামগাছের সাথে ধাক্কা খেয়ে সুরাইয়া (১০) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছ। নিহত সুরাইয়া ওই গ্রামের ফুলছদ্দিন মিয়ার কন্যা এবং ভবিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
নিহতের চাচা নজির উদ্দিন জানান, দুপুরে সুরাইয়া তাঁর পিতার বাইসাইকেল নিয়ে বাড়ির বাইরে যায়। রাস্তায় সাইকেল চালানো শিখতে গিয়ে আমগাছের সাথে ধাক্কা লাগে। এতে তার বুকে ও মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুর রহমান জানান, শিশুটির বুকে ও মাথায় আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, শিশু সুরাইয়ার মৃত্যু দুঃখজনক। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।