হরিণাকুণ্ডু প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অনুর্দ্ধ ১৫ ফুটবলারদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনিরা পারভীন। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান লিটন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক অনুর্দ্ধ ১৫ ফুটবলার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দেশ ব্যাপী অনুর্দ্ধ ১৫ ফুটবলার বাছায়ের উদ্দেশ্যে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের অংশ হিসাবে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ফুটবল ফেডারেশনের কোচ ছরোয়ার হোসেন মধু এর সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।