প্রতিবেদক, হরিণাকুণ্ডু: সারা দেশের ন্যায় হরিণাকুণ্ডুতে চলছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়নের বাগআছড়ার নদী থেকে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় নদী থেকে ১৩টি অবৈধভাবে ছোট ছোট মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু মৎস্য অফিসার নান্নু রেজাসহ হরিণাকুণ্ডু থানা পুলিশের সদস্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।