হরিণাকুণ্ডুতে এমপি সমি’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। গতকাল শনিবার বিকেলে তাহেরহুদা ইউনিয়নের নারকান্দি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটি দেশ হবে, এ দেশের মানুষ ভাববে এবং কল্পনা করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছিলেন আজ বস্তবয়ন হয়েছে। তখন বাইরে দেশের লোক এদেশে কর্মসংস্থান করবে। কেউ বেকার হয়ে থাকবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ৪১ সালের স্বপ্নকে বাস্তবয়নে আনতে হবে। বিএনপি জামাত যদি ক্ষমতা আসে তখন আর উন্নয়নের মুখ দেখতে হবে না। এসময় উপস্থিত ছিলেন তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার মুন্সি, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মুনজুর আলম, সাংসদ তাহাজীব আলম সমি’র হরিণাকুণ্ডু প্রতিনিধি রওশন আলী, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও তাহেরহুদা ইউনিয়নের সাধারণ জনগন।