হতেও পারে ফাঁসি!?
—- এম এ মামুন
তেল নিয়ে সব তেলেসমাতি
তেলেই হবে গদির ক্ষতি,
দেখাইনা কেউ তেল ফিরিস্তি
তেলের বাজার উর্ধগতি।
শোনেন প্রিয় দেশবাসী
চলছে তেলের নয়ানীতি
তেল নিয়ে সব রাজনীতি
তেলেই হবে দেশের ক্ষতি
বাজার নিয়ে ভাবেন যারা
ডাকো আছে কোথায় তাঁরা
তেলের চালান যাচ্ছে কোথায়
মূল্য বাড়ায় কিসে তার?
শোনেন শোনেন দেশবাসী
তেল খাবেনা বেশী বেশী,
তেলের জন্যই বাংলাদেশে
হতেও পারে ফাঁসি!?
খবর: (তেলের বাজার উর্ধগতি)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।