সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা টেলিকমের দুজন বিক্রয় প্রতিনিধি আহত

বারাদী, প্রতিবেদক:
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাটকেলপোতা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের হাজরাহাটি গ্রামের সাইদুর রহমান (২৮) ও দামুড়হুদা থানার ডুগডুগি গ্রামের সুমন মিয়া (২৭)। আহতরা দুজনেই চুয়াডাঙ্গা টেলিকমের বিক্রয় প্রতিনিধি। জানা যায়, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে দুজনই মেহেরপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে পাটকেলপোতা নামক স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে সাইদুর ও সুমন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়। মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বারাদি পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলমসাধুটি আটক করে ক্যাম্প হেফাজতে রাখেন।