সড়কে ‘স’ মিলের কাঠ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
বিপরীত দিকে গাড়ি চালানোর অপরাধে এক ট্রাক ড্রাইভারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯১ ধারায় বাস ড্রাইভারকে এক হাজার টাকা জরিমান করেন। এ সময় তিনি সড়কের ওপর কাঠ রাখা ও করাত কলের লাইসেন্স না থাকায় রাজু ‘স’ মিলের মালিক রাজুকে করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ মোতাবেক দুই হজার টাকা জরিমানা করেন এবং লাইসেন্স করা ও কাঠ সরানোর জন্য নির্দেশ প্রদান করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।