সড়কে কোনো অবৈধ যান চলতে দেওয়া হবে না

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
করোনাকালীন পরিস্থিতির কারণে চুয়াডাঙ্গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জুম অ্যাপে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে কমিটির কয়েকজন সদস্য এবং জুম অ্যাপে কয়েকজন সদস্য যুক্ত থেকে এ সভার কার্যক্রম শুরু হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সড়কে কোনো অবৈধ যান চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া মোটেও মেনে নেওয়া হবে না। রাস্তার ওপর যেখানে যেখানে হাট আছে, সেগুলো সরিয়ে নিতে হবে। হাটের জন্য সড়কে যানজট সৃষ্টি করা যাবে না। তিনি আরও বলেন, করোনভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর দিন-রাত মাঠ পর্যায়ে কাজ করছে। করোনাকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি নিয়ম বা গাইডলাইন করে দিয়েছে। একজন সুনাগরিকের দায়িত্ব সেটি মেনে নেওয়া।
চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয় থেকে জুম অ্যাপে অংশগ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুন্দর সুবিধা নিয়ে আমরা আজকের এই আইনশৃঙ্খলা কমিটির সভায়। পুলিশের নিরন্তর চেষ্টায় করোনাকালীন সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। পুলিশ মানুষের সেবা দিতে রাত-দিন পরিশ্রম করে চলছে।’
সভায় জুম অ্যাপে যুক্ত থেকে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, এনএসআইয়ের উপ-পরিচালক জামিল সিদ্দিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। অপর দিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।