স্বাস্থ্যবিধি মেনে শারদীয় উৎসব উদ্যাপনের সিদ্ধান্ত

জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জীবননগর সিদ্ধিশরী মন্দিরে উপজেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি বিজয় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জীবননগর উপজেলা শাখার সভাপতি রমেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির সহসভাপতি সাংবাদিক নারায়ণ ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন সেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বসু দেব রক্ষিত ও সহসভাপতি স্বপন চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরজিৎ কর্মকার, প্রশান্ত দাস, শ্যামল ঘোষ, আনন্দ পাল, হাজারী পাল প্রমুখ। সভায় কেন্দ্রীয় সিদ্ধান্তবলী ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত পরিসরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদ্যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জীবননগর উপজেলা শাখার সহসভাপতি শিক্ষক যাদব কুমার প্রামাণিক।