স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে কোরিয়ার প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

nasim
স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশের স্বাস্থ্যখাতে কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বুধবার সচিবালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বিএসএমএমইউ ও কোরিয়ার ইউলজি বিশ্ববিদ্যালয় হাসপাতাল কনসোর্টিয়ামের সাথে পরামর্শক সেবা প্রদান সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান। ঢাকায় ১৩তলাবিশিষ্ট এই সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কাজ আগামী ২০১৯ সালের মধ্যে শেষ করার কথা রয়েছে। মন্ত্রী এই হাসপাতালের নির্মাণ কাজ যথা সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত দু এএইচএন, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ইউলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান জুন ইয়ং পার্ক বক্তব্য রাখেন। এই হাসপাতাল নির্মাণের লক্ষ্যে গত বছরের নভেম্বরে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে এক হাজার ৪৭ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।