
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
৮০০ মিটার দৌড়ে (অনূর্ধ্ব-১৭) দেশসেরা হয়ে স্বর্ণ পদক পাওয়া আন্দুলবাড়ীয়ার রাইয়্যান আরাফাত সোহানকে আর্থিক অনুদান দিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে তাকে আর্থিক অনুদান দেন আমিনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে যশোরের শামসুলহুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে ৮০০ মিটারে দৌড় (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগীতায় প্রথম হয়ে স্বর্ণ পদক পায় আরাফাত। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আরাফাত আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী অনন্তপুর গ্রামের শফিকুর রহমান হাবু ও গৃহিণী নুরুন নাহারের ছেলে।