জীবননগরে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে নগদ টাকাসহ
জীবননগর অফিস:
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জীবননগর বাজারের কাপড় ব্যবসায়ী তাহানা বস্ত্রালয়ের মালিক মোস্তফা কামাল উজ্জ্বলের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা করেছেন।
সৌদি প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমি তরফদার মার্কেটে জিনিসপত্র ক্রয় করতে গেলে মোস্তফা কামাল উজ্জ্বলের সঙ্গে পরিচয় হয়। তার দোকানে আমি প্রায়ই মালামাল ক্রয় করতে যেতাম। একপর্যায়ে সে আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং আমার নিকট থেকে তার দোকানে মাল তোলার জন্য ২ লাখ টাকা হাওলাদ নেয়। আমি তার কাছে টাকা ফেরত চাইলে সে আমাকে বলে টাকা চাইলে তোর ছবি আছে আমার কাছে, এগুলো ইন্টারনেটে ছেড়ে দিয়ে ভাইরাল করে দেব। যাতে তোর স্বামী এবং তোর পরিবারের সম্মান নষ্ট হয়। আর যদি তুই আমার কথা মতো চলিস, তাহলে তোকে কিছুই বলব না। এভাবে সে আমার কাছ থেকে দুই বছর যাবৎ টাকা নিয়ে আসছে। তিন দিন আগে আমার বাড়িতে যেয়ে আমার সন্তানকে জিম্মি করে আমার গলার চেইন, হাতের বালা (চুরি), আংটিসহ বাড়ি থেকে নগদ টাকা নিয়ে চলে যায়। আমি বাধ্য হয়ে তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেছি।’
তথ্যানুসন্ধানে জানা গেছে, মোস্তফা কামাল উজ্জ্বলের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান আছে। তিনি এর আগেও বেশ কয়েকটি মেয়ের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফা কামাল উজ্জ্বলের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলে থানায় মামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি তাকে জিম্মি করিনি। সে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য এই অভিযোগ তুলছে।’
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে এক যুবক পালিয়েছে। এ বিষয়ে ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’