স্বভাব কেন চুরি?

– এম এ মামুন
বাহঃ বাহঃ বাহঃ জননেতা-ই
গাছ চুরিতে সরব,
ছিঃ ছিঃ ছিঃ করছে সবাই
কীসের কর গৌরব।

জনগণের ভোটে বিজয়
করছ কেন চুরি,
দশটা কিনে বিশটা নিচ্ছো
কীসের বাহাদুরি?

সকল সময় সুযোগ খোঁজো
দেখাও সাধুগিরি,
এত্তো ভালো ওত্ত ভালো
স্বভাব কেন চুরি?

খবর: (জীবনগরে সরকারি গাছ উদ্ধার, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা)