প্রতিবেদক, ডাকবাংলা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার আয়োজন করেছে ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর ‘স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন’। গতকাল শুক্রবার বিকেলে উত্তর নারায়ণপুর জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রাতুল হোসেনের সভাপতিত্বে ইফতারে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল-মামুন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আরশাদ আলী, সমাজসেবক মরহম আলী পাঠান, উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম ও ফিরোজ আলম, যুবদল নেতা হাবিব, জহিরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুল হক তুর্পি, সংগঠনের সহসভাপতি ব্যবসায়ী মামুন মন্ডল প্রমুখ।