খেলাধুলা প্রতিবেদন:
গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সী এই সুপারস্টারকে ২ বছরের চুক্তিতে নাম লেখায় সৌদি আরবের ক্লাব আল নাসের। এ দুই বছরে রোনালদো বেতন হিসেবে পাবেন ২০ কোটি ইউরো। আল নাসের ক্লাবে যোগ দেওয়ার পরই সৌদি আরবের একটি পার্ক প্রতিদিন ২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার পরিবারের সদস্যদের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সৌদি আরব। রিয়াদের একটি বিনোদন পার্ক প্রতিদিন ২ ঘণ্টা ধরে বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ে রোনালদো ও তার পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ সেই পার্কে ঢুকতে পারবেন না। ইতোমধ্যেই সেই পার্কে সপরিবারে গিয়েছেন রোনালদো। সেখানে অনেক মজাও করেছেন। তার ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন স্ত্রী জর্জিনা। সেখানে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে আমোদ করতে দেখা গিয়েছে রোনালদো ও জর্জিনাকে।
