
নিজস্ব প্রতিবেদক: “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” আজ সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ প্রধান সড়কের নূরনগর অস্থায়ী সুইমিং পুলে বাছায় প্রতিযোগিতা শুরু হবে। চুয়াডাঙ্গায় এ কর্মসূচীর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, সেরা সাঁতারুর খোঁজে চৌকস বাছাই টিম গতকালই চুয়াডাঙ্গায় এসে পৌঁেছছে। এ টিমে কোরিয়ান কৃতি সুইমার, বাংলাদেশ নৌ-বাহিনী ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কর্মকতাগন আছেন। উল্লেখ্য বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে,বাংলাদেশ নেভীর সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ”কর্মসূচীর আওতায় ৪টি ভিন্ন গ্র“পে বয়স ভিত্তিক সাঁতারু বাছায় করা হবে। ১১ থেকে ১২,১৩ থেকে ১৪, ১৫ থেকে ১৭, ১৮ থেকে তদুর্ধ্ব সেরা সাঁতারু বাছাই করা হবে এই প্রতিযোগিতায়।