প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদায় জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গত সোমাবার সকাল ১০টার দিকে নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধনের পর অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি এমপি টগর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবজালুর রহমান ধীরু, মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দীন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান পিল্টু। এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকা খুলনা বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা আব্দুল হাই, উথলী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল হাসান মঈন, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম কলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুল আলম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবেদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরফরাজ হোসেন, জীবননগর উপজেলা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক সালাউদ্দীন কাজল।