প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে এক জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট ফয়জুল আহমাদ। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য দেন মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল খালেক ও সিনিয়র শিক্ষক মাওলানা ছানোয়ার হোসেন। অভিনন্দনপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী ইয়াছমিন নাহার। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রাকিবুল হাসান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান, মাওলানা মহিউদ্দীন ও মোল্লা রকিব উদ্দিন।