ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যের যাত্রা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
  • / ৫৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জাতীয় ঐক্য গড়লেন গণফোরাম ও যুক্তফ্রন্টের নেতারা। একই সাথে এই জাতীয় ঐক্যে দেশের সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্যও তারা আহবান জানিয়েছেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও ড.কামাল হোসেনের নেতৃত্বে গতকাল রাতে জাতীয় গণফোরামের সভাপতির বেইলী রোডের বাসায় এই জাতীয় ঐক্য গঠিত হয়েছে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অপেক্ষামাণ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট গণফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতৃত্বে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। তারা দেশের অন্যান্য অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকেও এ ঐক্যে অংশগ্রহণের জন্যও আহবান জানাবেন। সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন এবং অন্যদেরকেও শরিক হওয়ার আহবান জানাবেন। এ ঐক্যে বিএনপি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সাথে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আরো আলোচনা হবে। আমি বিনপির প্রতিনিধি নই। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই ঐক্যে আছি। আমি চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক। গতকাল রাত আটটার দিকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেন যুক্তফ্রন্টের নেতারা।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্য গড়ার প্রক্রিয়া নিয়ে এই বৈঠকে আলোচনা করেন ফ্রন্টের নেতারা। বিস্তারিত আলোচনা শেষে আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট-গণফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। রাজধানীর বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠকে বিকল্পধারার সভাপতি সাবেক প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যের যাত্রা

আপলোড টাইম : ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮

ডেস্ক রিপোর্ট: দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জাতীয় ঐক্য গড়লেন গণফোরাম ও যুক্তফ্রন্টের নেতারা। একই সাথে এই জাতীয় ঐক্যে দেশের সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্যও তারা আহবান জানিয়েছেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও ড.কামাল হোসেনের নেতৃত্বে গতকাল রাতে জাতীয় গণফোরামের সভাপতির বেইলী রোডের বাসায় এই জাতীয় ঐক্য গঠিত হয়েছে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অপেক্ষামাণ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট গণফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতৃত্বে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। তারা দেশের অন্যান্য অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকেও এ ঐক্যে অংশগ্রহণের জন্যও আহবান জানাবেন। সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন এবং অন্যদেরকেও শরিক হওয়ার আহবান জানাবেন। এ ঐক্যে বিএনপি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সাথে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আরো আলোচনা হবে। আমি বিনপির প্রতিনিধি নই। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই ঐক্যে আছি। আমি চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক। গতকাল রাত আটটার দিকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেন যুক্তফ্রন্টের নেতারা।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্য গড়ার প্রক্রিয়া নিয়ে এই বৈঠকে আলোচনা করেন ফ্রন্টের নেতারা। বিস্তারিত আলোচনা শেষে আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট-গণফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। রাজধানীর বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠকে বিকল্পধারার সভাপতি সাবেক প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।