সুলতানপুরের জয়নাল আবেদীনের পরিবারকে মামলা তুলে নিতে নানা হুমকি ধামকি দিচ্ছে আতংকে দিন কাটাচ্ছে

বিশেষ প্রতিনিধি ঃ দর্শনা সুলতানপুর বাড়ির ভিটা জমিতে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায় দুজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরা হলেন গোলাম রসুলের ছেলে জয়নাল আবেদীন (৪০) ও তার স্ত্রী আরজিনা (৩৫) মারাত্মক জখম হয়। এ নিয়ে জয়নাল আবেদীন গত ০৭,০৮,২০১৬ তারিখে দামুড়হুদা ও কোটে থানায় মামলা করে। জয়নাল আবেদীন ও তার স্ত্রী আরজিনা গত ১৩ আগষ্ট বাড়ি এলে প্রতি পক্ষ ডাবলু তার নিজের জমির শীমগাছ কেটে পাল্টা মামলা করার পায়তারা করছে। গ্রামবাসী ও আহত জয়নাল আবেদীন জানায়,গত ৫আগষ্ট সুলতানপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে ডাবলু জোরপূর্বক জয়নাল আবেদীনের জমির কিছু অংশ ভিতরে গিয়ে প্রাচীর দেয়। এতে বাঁধা দিলে ডাবলু (৩৭) ও তার স্ত্রী রিজিয়া (৩৫) বটি এবং দা দিয়ে জয়নাল আবেদীন ও তার স্ত্রী আরজিনাকে কুপিয়ে জখম করে। তাদের দুজনের মাথায় রাক্তাক্ত জখম হয়েছে এবং ৮/১০টি করে সেলাই হয়েছে বলে গ্রামবাসী জানায়। বর্তমানে জয়নাল আবেদীনের পরিবার আতংকে দিন কাটাচ্ছে। এছাড়া ডাবলু মামলা তুলে নিতে নানা হুমকি ধামকি দিচ্ছে বলে জানা গেছে।