
সমীকরণ প্রতিবেদন:
সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা ইমাম সমিতি। গতকাল রোববার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রোকনুজ্জামান।
সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. সিরাজ উদ্দিনসহ ইমাম সমিতির নেতৃবৃন্ত। বক্তারা, পবিত্র কোরআন অবমাননাকারীদের শাস্তির আওতায় নেওয়াসহ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির প্রচার আব্দুল ওয়াহাব, পৌর ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।