
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে সীমান্তে চোরাচালানরোধে মতবিনিময় সভা করেছে বিজিবি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, সীমান্তে চোরাচালানরোধে বিজিবির পাশাপাশি সাধারণ জনতাকে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত থেকে চোরাচালানরোধ করা গেলে এক সময়ে বাংলাদেশ থেকে নিমূল হবে মাদক ও অস্ত্রের সর্ম্মাটরা। শান্তিতে বসবাস করবে দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ। তিনি আরো বলেছেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশ রক্ষার্থে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যাতে মাদক ও অস্ত্রের ছোট চালানও না আসতে পারে সেজন্য তাদের আরো দায়িত্বশীল হওয়া ও পাশাপাশি সীমার্ন্তের মানুষগুলোকেই দায়িত্ব পালনের মাধ্যমে যর্থাসময়ে তাদের তথ্য দেওয়ার জন্য আহবান জানান। গতকাল রোববার বিকেলে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৭ বিজিবি’র সি.ই.ও লে. কর্ণেল শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মাহাবুবুর রহমান (পি.এস.সি), মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিসুর রহমান। বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড: একেএম শফিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বিটিভির জেলা প্রতিনিধি আলামিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুজামান শিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, সৈনিকলীগ নেতা জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ