চুয়াডাঙ্গায় মাসিক প্রশাসনিক, স্টাফ ও এপিএ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের মাসিক প্রশাসনিক, স্টাফ ও এপিএ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় সি ক্যাটাগরির জেলাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা জেলা ই-ফাইলিং-এ প্রথম স্থান অর্জন করায় সর্বোচ্চ তিনজন ই-ফাইলিংকারী কর্মচারীদেরকে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এছাড়াও সভায় জেলা প্রশাসনের সাতজন পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
