দর্শনা অফিস: ‘দেশ ভাসছে বন্যায় নীরব থাকা অন্যায়’ স্লোগানে চুয়াডাঙ্গার সচেতন সাংস্কৃতিক কর্মীরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দর্শনায় পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে বন্যা কবলিত মানুষের সহায়তায় এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টের শুরুতেই দর্শনা থানার সেকেন্ড অফিসার আহম্মেদ আলী বিশ^াস, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, চ্যানেল-২৪ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আরকে লিটন দর্শনা মানুষের কাছে বন্যা কবলিত মানুষদের সাহায্য করার জন্য আহবান জানান। এরপর শুরু হয় কনসার্ট।
চুয়াডাঙ্গার শিল্পী শান্ত, শাওন, নিপুন ও এছাড়া দর্শনার স্থানীয় শিল্পী শহীদ, সাজু ও আবু তাহের সংগীত পরিবেশন করেন। গিটারে ছিলেন মিশেল, প্যাডে অন্তু, বাংলা ঢোলে তন্ময় ও কি-বোর্ডে ছিলেন ইসলাম। সংগীত পরিবেশনের সাথে সাথে বক্স নিয়ে উপস্থিত দর্শক ও বিভিন্ন বিতানী থেকে বন্যা দুর্গত মানুষের জন্য অর্থ সহয়তা গ্রহণ করেন। এ অর্থ উত্তোলনে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সংগীত শিল্পী, স্থানীয় শিল্পীবৃন্দ, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকরা ও দর্শনা অনির্বাণ থিয়েটারের নাট্য কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কণ্ঠশিল্পী শান্ত।