সিরিয়ায় রাশিয়ান হেলিকপ্টার ভূপাতিত

সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীরা রাশিয়ান একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে তিনিজন ক্রু এবং দুজন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের ভাগ্যে কী হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলেপ্পোয় যুদ্ধকবলিত লোকজনের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সরবরাহের কাজে নিয়োজিত একটি এমআই-৮ হেলিকপ্টার মাটি থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ত্রাণ সরবরাহ শেষে সিরিয়ার খেমেইমিমে রুশ ঘাঁটিতে ফেরার পথে ইদলিব প্রদেশে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

এ বছর সিরিয়ায় এটি নিয়ে রাশিয়ার তিনটি হেলিকপ্টার ভূপাতিত হলো। জুলাই মাসে হামলায় ব্যবহৃত একটি এমআই-২৫ হেলিকপ্টার পালমিরায় ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে রাশিয়ার দুজন পাইলট নিহত হন। –

নিউজ: primenewsbd