সিরিজ জিইয়ে রাখার লক্ষ্য টাইগারদের

খেলাধুলা প্রতিবেদন:
ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরে যাওয়ায় ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড হুমকির মুখে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের।

এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডের আগে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। ২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই ঘরের মাঠে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। এরপর টানা সাতটি ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা।

২০১৫ সালের পর মিরপুরে নিজেদের দুর্গে ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা। জানা আছে, চট্টগ্রামের উইকেট ফ্লাট থাকবে যা ইংল্যান্ডের শক্তি। এজন্য প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ছিলো। এখন যদি সিরিজে সমতা আনতে পারে তাহলেও ঘরের মাঠে সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি-না সেটি বড় চিন্তার বিষয়।

আট বছর আগে প্রথম ম্যাচ হেরে যাবার পরও দ্বিপাক্ষিক সিরিজ জয়ের নজির গড়েছিলো বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে নিজেদের পরিকল্পনামত দারুণ পারফরমেন্স করেছে ইংল্যান্ড। এমন উইকেটে যেখানে ভারত-শ্রীলঙ্কা লড়াই করেছে সেখানে ভিন্ন পরিকল্পনায় খেলেছে ইংল্যান্ড। স্পষ্টভাবেই ঢাকা লিগ ও বিপিএলে টানা ছয় বছর খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে ডেভিড মালানের। বল হাতেও বড় ভূমিকা পালন করেছে ইংল্যান্ডের বোলাররা।