বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান হিসেবে ভক্তদের কাছে পরিচিত সালমান খান। কিন্তু সবাই তাকে সমানভাবে গ্রহণ করছেন তা কিন্তু নয়। সম্প্রতি এ অভিনেতাকে বানর বলে সম্বোধন করেছেন ভারতের তারকা হেয়ার স্টাইলিশ স্বপ্না ভবানি। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়েলিটি শো বিগ বসর সমালোচনা করে তিনি বলেন, আপনাদের একজন উগ্র পুরুষবাদী সঞ্চালক রয়েছে। একজন সঞ্চালক হিসেবে যারা এই বিগ বস, অনুষ্ঠান দেখেন তাদের অপমান করেন তিনি। কিছু মানুষ অনুষ্ঠানে তাকে সম্মান করে কারণ তারা তার সেই সকল সিনেমায় সুযোগ পেতে চায়, যেখানে তিনি বানরের মতো নাচানাচি করেন। তিনি আরো বলেন, অনেকেই আমাকে বলেছিল, সালমানকে নিয়ে কোনো কথা বলো না। তুমি খুন হতে পার। আমি বলেছিলাম, কী আমি অনেক কিছু শুনেছিলাম। কিন্তু গত চার বছর ধরে কোনো ভয় না পেয়ে চলছি এবং একজন বানরকে আমাকে ভয় দেখাতে দিব না। বিগ বস-সিক্সর প্রতিযোগী ছিলেন স্বপ্না ভবানি। অনুষ্ঠান চলাকালে সালমান খানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে বাদ পড়েন অনুষ্ঠান থেকে। খুব শিগগিরই ওয়ান চ্যাপ্টার শিরোনামের একটি বই প্রকাশ করবেন স্বপ্না ভবানি।