ইপেপার । আজ রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রথযাত্রা উদ্যাপন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / ৯২ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে নানা আনুষ্ঠানিকতায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উদ্যাপিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির কমিটি নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও গতকাল রোববার শুরু হওয়া এই উৎসব ৯ দিনপর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য রথযাত্রার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার শহরের পৃথক চারটি মন্দিরের উদ্যোগে সকাল ও বিকেলে পৃথকভাবে রথযাত্রা উৎসব শুরু হয়। প্রতি বছরের ন্যায় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। রথের রশি টেনে টেনে খালি পায়ে হেঁটে এ শোভাযাত্রায় অংশ নেয় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সীরা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। এদিন উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মন্দিরে ফিরে এই উৎসব শেষ হবে।

জানা গেছে, গতকাল সকালে চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মন্দির ও সত্য নারায়ণ মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বিকেল চারটায় দৌলতদিয়াড় ও মালোপাড়া মন্দির থেকে পৃথক দুটি রথযাত্রা বের হয়। রথযাত্রা শহিদ হাসান চত্বর, ফেরিঘাট রোড, কবরী রোড, কলেজ রোড, কোর্ট মোড় প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করেন। বিভিন্ন স্থানের এ আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল বিশেষ তৎপর থেকেছে। রথপরিক্রমার জন্য শহরে বিভিন্ন পয়েন্টে সামান্য যানজটের সৃষ্টি হলেও তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে স্বাভাবিকভাবেই নিয়েছেন উৎসব আয়োজন নির্বিঘ্ন করতে।
জেলা রথ উদ্যাপন কমিটির পরিচালক শ্রী শ্রী নিত্যানন্দ দাস বাবাজী মহারাজ বলেন, সাত দিন বা নয়দিন পর উল্টোরথের মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা। এটি সনাতন ধর্মবিশ্বাসীদের ধর্মীয় উৎসব। রথযাত্রা অনেকের কাছেই রথের মেলা নামে পরিচিত। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শামিল হন উৎসব আনন্দে।

আলমডাঙ্গা:
উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা পালিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির চত্বর বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। রথযাত্রাটি শহরের প্রধান সড়ক ও রেলস্টেশন সড়ক হয়ে শহর প্রদক্ষিণ করে। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এ উৎসবের অনুষ্ঠিকতা শেষ হবে।
আলমডাঙ্গা উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি সুশীল কুমার সভাপতিত্বে রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, জেলা পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি সমীর কুন্ডু।
এছাড়া রথযাত্রা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, পবন ভৌতিকা, সহসভাপতি পলিমল ঘোষ কালু, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রতিনিধি অসীম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি বাবু লিপন বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ আচার্য, তন্ময় দত্ত, উৎপল দত্ত, বিপুল সাহা, রথতলা দুর্গা মন্দিরের সভাপতি বাবু বিদ্যুৎ সাহাসহ আলমডাঙ্গা সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন বাবু গোপেন আচার্য।

দামুড়হুদা:
দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে জাকজমকপূর্ণ পরিবেশে দামুড়হুদা সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উদ্যাপিত হয়েছে। গতকাল বেলা তিনটায় দামুড়হুদা পুরাপাড়া থেকে রথযাত্রা বের হয়ে মন্দ্রিরে গিয়ে শেষ হয়। দামুড়হুদা উপজেলা সদরে পুরাপড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে অনুষ্ঠিত রথযাত্রায় সহকারী অংশ নেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সীরা সজ্জিত হয়ে ঢাক ঢোল পিটিয়ে খালি পায়ে রথযাত্রা করে। এছাড়াও রথযাত্রায় অংশ নেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ, সদর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই রিয়াজুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুরে জগন্নাথের রথযাত্রা ও মহোৎসব পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল মেহেরপুর হরিসভা থেকে রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী সকল নারী পুরুষ ও শিশুরা রথযাত্রায় অংশ নেয়। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বাদ্য বাজনার তালে তালে রথযাত্রাটি মহিলা কলেজ মোড় থেকে শুরু করে নায়েব বাড়ি মন্দির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হরিসভায় এসে শেষ হয়। সেখানে পুরোহিতের কর্মযজ্ঞের মধ্যে দিয়ে প্রথম দিনের রথযাত্রা সমাপ্তি হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রথযাত্রা উদ্যাপন

আপলোড টাইম : ০৮:০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

দেশের বিভিন্ন স্থানে নানা আনুষ্ঠানিকতায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উদ্যাপিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির কমিটি নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও গতকাল রোববার শুরু হওয়া এই উৎসব ৯ দিনপর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য রথযাত্রার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার শহরের পৃথক চারটি মন্দিরের উদ্যোগে সকাল ও বিকেলে পৃথকভাবে রথযাত্রা উৎসব শুরু হয়। প্রতি বছরের ন্যায় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। রথের রশি টেনে টেনে খালি পায়ে হেঁটে এ শোভাযাত্রায় অংশ নেয় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সীরা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। এদিন উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মন্দিরে ফিরে এই উৎসব শেষ হবে।

জানা গেছে, গতকাল সকালে চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মন্দির ও সত্য নারায়ণ মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বিকেল চারটায় দৌলতদিয়াড় ও মালোপাড়া মন্দির থেকে পৃথক দুটি রথযাত্রা বের হয়। রথযাত্রা শহিদ হাসান চত্বর, ফেরিঘাট রোড, কবরী রোড, কলেজ রোড, কোর্ট মোড় প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করেন। বিভিন্ন স্থানের এ আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল বিশেষ তৎপর থেকেছে। রথপরিক্রমার জন্য শহরে বিভিন্ন পয়েন্টে সামান্য যানজটের সৃষ্টি হলেও তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে স্বাভাবিকভাবেই নিয়েছেন উৎসব আয়োজন নির্বিঘ্ন করতে।
জেলা রথ উদ্যাপন কমিটির পরিচালক শ্রী শ্রী নিত্যানন্দ দাস বাবাজী মহারাজ বলেন, সাত দিন বা নয়দিন পর উল্টোরথের মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা। এটি সনাতন ধর্মবিশ্বাসীদের ধর্মীয় উৎসব। রথযাত্রা অনেকের কাছেই রথের মেলা নামে পরিচিত। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শামিল হন উৎসব আনন্দে।

আলমডাঙ্গা:
উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা পালিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির চত্বর বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। রথযাত্রাটি শহরের প্রধান সড়ক ও রেলস্টেশন সড়ক হয়ে শহর প্রদক্ষিণ করে। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এ উৎসবের অনুষ্ঠিকতা শেষ হবে।
আলমডাঙ্গা উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি সুশীল কুমার সভাপতিত্বে রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, জেলা পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি সমীর কুন্ডু।
এছাড়া রথযাত্রা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, পবন ভৌতিকা, সহসভাপতি পলিমল ঘোষ কালু, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রতিনিধি অসীম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি বাবু লিপন বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ আচার্য, তন্ময় দত্ত, উৎপল দত্ত, বিপুল সাহা, রথতলা দুর্গা মন্দিরের সভাপতি বাবু বিদ্যুৎ সাহাসহ আলমডাঙ্গা সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন বাবু গোপেন আচার্য।

দামুড়হুদা:
দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে জাকজমকপূর্ণ পরিবেশে দামুড়হুদা সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উদ্যাপিত হয়েছে। গতকাল বেলা তিনটায় দামুড়হুদা পুরাপাড়া থেকে রথযাত্রা বের হয়ে মন্দ্রিরে গিয়ে শেষ হয়। দামুড়হুদা উপজেলা সদরে পুরাপড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে অনুষ্ঠিত রথযাত্রায় সহকারী অংশ নেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সীরা সজ্জিত হয়ে ঢাক ঢোল পিটিয়ে খালি পায়ে রথযাত্রা করে। এছাড়াও রথযাত্রায় অংশ নেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ, সদর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই রিয়াজুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর:
মেহেরপুরে জগন্নাথের রথযাত্রা ও মহোৎসব পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল মেহেরপুর হরিসভা থেকে রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী সকল নারী পুরুষ ও শিশুরা রথযাত্রায় অংশ নেয়। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বাদ্য বাজনার তালে তালে রথযাত্রাটি মহিলা কলেজ মোড় থেকে শুরু করে নায়েব বাড়ি মন্দির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হরিসভায় এসে শেষ হয়। সেখানে পুরোহিতের কর্মযজ্ঞের মধ্যে দিয়ে প্রথম দিনের রথযাত্রা সমাপ্তি হয়।