চুয়াডাঙ্গা শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ৩ দিনব্যাপী শান্তি সমাবেশের ডাক যুবলীগের

নিউজ রুমঃ
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:

আগামী ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী যুবলীগ। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগ শান্তি সমাবেশ করবে। আগামী ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দেশের সব জেলা-মহানগরে শান্তি সমাবেশ, ২৬ ফেব্রুয়ারি (রোববার) দেশের প্রতিটি উপজেলা বা থানা ও পৌরসভায় ও ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশের সব ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে কিশোরগঞ্জ জেলার ইউনিয়নসমূহ ব্যতীত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।