সাবেক এমপি শিল্পপতি হাজী মোজাম্মেল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
- আপলোড টাইম : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সাবেক সভাপতি শিল্পপতি হাজী মো. মোজাম্মেল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালে আজকের এইদিনে তিনি ঢাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মোজাম্মেল হকের বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ রোড নং-৩, বাড়ী নং-৫০, গুলশান এভিনিউতে অবস্থিত বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রধান কার্যালয়সহ বঙ্গজ-তাল্লু গ্রুপের সকল শিল্প প্রতিষ্ঠানে আজ বাদ আছর মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামীকাল ৫ সেপ্টেম্বর বুধবার মরহুমের প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় বঙ্গজ ফ্যাক্টরিতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি হাজি মো. মোজাম্মেল হক চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তিনি বঙ্গজ-তাল্লু গ্রুপের চেয়ারম্যান এবং রেডিও টুডের চেয়ারম্যান ছিলেন।
এছাড়া তিনি বিএনপি থেকে ১৯৯৬ ও ২০০১ সালসহ চুয়াডাঙ্গা-২ আসনে (দামুড়হুদা-জীবননগর) তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৮ সালে জাগো দলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন হাজি মো. মোজাম্মেল হক। একই বছরে জাগো দলের আহ্বায়ক হিসাবে নিজেকে মেলে ধরেন তিনি। পরবর্তীতে ১৯৮১ সালে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং ১৯৯০ সালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি কয়েক মেয়াদে ২০১৪ সাল পর্যন্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।