নিজস্ব প্রতিবেদক: পরিবারের সিদ্ধান্তমতে আজ রবিবার বাদ আছর বেলগাছি পারিবরিক কবরস্থানে সাবেক উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেজাউল হকের দাফন করা হবে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেজাউল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুর সংবাদে গত দুই দিন পরিবারের সদস্যদের সান্তনা দিতে ও মরহুমাকে দেখার জন্য হাসপাতালপাড়ার বাড়িতে ভীড় করেন অসংখ্য শুভাকাঙ্খী। নিহতের নিকট আতœীয় চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন জানান, মেজো ছেলে রানা আমেরিকা থেকে আসতে দেরি হওয়ায় রবিবার বাদ যোহর মরহুমের প্রথম নামাজে জানাযা প্রভাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। বাদ আছর বেলগাছি মাদ্রাসা মাঠে একটি মাত্র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বেলগাছী পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করে হবে। মরহুমের নামাজে জানাযায় সকলকে শরিক হবার আহবান জানিয়েছেন নিহতের স্বজনেরা।