সাদা দলকে হারিয়ে নীল দল চ্যাম্পিয়ন

দামুড়হুদায় ভাই-বন্ধু ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা একাদশ ক্লাবের আয়োজনে ভাই-বন্ধু ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই ফুটবল খেলায় দামুড়হুদা নীল দল ও দামুড়হুদা সাদা দল দুটি অংশগ্রহণ করে। দুটি দলের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ড্র হয়। পরে টাইব্রেকারে নীল দল ২-০ গোলে বিজয়ী হয় এবং সাদা দল ০-২ গোলে পরাজিত হয়। জয়ী দলের মধ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আশরাফুল ইসলাম ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন স্বপন মিয়া। খেলা শেষে বিজয়ী নীল দলের হাতে চাম্পিয়ন ট্রফি তুলে দেন দামুড়হুদা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান বাচ্চু, সাবেক মেম্বার একরামুল হক, সাবেক মেম্বার আবুল হাসেম, মালিক সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ অনেকে। ফুটবল খেলাটি পরিচালনা করেন সোহেল ও ইউসুফ আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ টুর্নামেন্টের আহ্বায়ক শহীদ আজম সদু।