নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা এলাকার সাজাপ্রাপ্ত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুরস্কার পেলেন এএসআই আশরাফ ও শাহিন। গতকাল শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর শহরের মাস্টার পাড়ার নওশাদ আলীর ছেলে রিপন আলী, মুক্তিপাড়ার আবদুল হাইয়ের ছেলে আবু সালেহ লিটু ও সদর উপজেলার ডিঙ্গেদাহ মানিকদিহি গ্রামের মৃত খোকাই মালিথার ছেলে ফারুক হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ ও শেখ শাহিন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকই বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। পরে গ্রেপ্তারকৃতদের সদর থানা পুলিশের সহায়তায় আদালতে প্রেরণ করা হয়। স্বল্প সময়ে তিনজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করায় এএসআই আশরাফ ও সেখ শাহীনকে তাৎক্ষণিকভাবে আর্থিক পুরস্কার দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত