সমীকরণ প্রতিবেদন:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় রোববার সকালে সালিসি বৈঠকে মধ্যস্থতাকারী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে একটি পক্ষ। মৃত আব্দুল হামিদ মোল্লা সাঘাটার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার ছেলে।
উল্লেখ্য, স্থানীয় সালিস ও আপস-মীমাংসায় অত্যন্ত ন্যায়নিষ্ঠার সাথে ভূমিকা রাখার ক্ষেত্রে হামিদ মোল্লার সুনাম ছিল। এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহা পরিবারের বাড়ি ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশি পাহারা বসানো হয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।