প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সাগান্না ইউনিয়ন বিএনপি। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৬ শ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আল-মামুন, আব্দুর রশিদ, আশরাদ আলী, যুবদলের নেতা আব্দুর রাজ্জাক, জহিরুর, হাবিবুর রহমান প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আল-মামুন বলেন, ‘করোনাভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। এই মুহূর্তে দেশবাসীকে নিরাপদ রাখার জন্য তাঁদের স্ব-স্ব অবস্থানে স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সচেতনতা সৃষ্টি করতে গ্রামের যুবকদের এগিয়ে আসতে হবে। তাহলে আমরা নিজেরাও নিরাপদ থাকব, সেসঙ্গে অন্যকেও নিরাপদ রাখার জন্য সহযোগিতা করতে পারব।’
