খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং ভারতীয় দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি যেটা করতে পারেননি তা করে দেখালেন এক আফগান তরুণ। স্যার ডন ব্রাডম্যানকে ছাড়িয়ে গেলেন আফগানিস্তানের ১৮ বছর বয়সী এক ক্রিকেটার। ৫২ টেস্টে ২৯টি সেঞ্চুরিকরেছিলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাডম্যান। অসি এই ক্রিকেটার নিজের কেরিয়ার শেষ করেছিলেন ৯৯.৯৪ গড় নিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রাডম্যানের এই ব্যাটিং গড় কেউ ছুঁতে পারবে কিনা তা নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। যদিও অসি কিংবদন্তির রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন ১৮ বছর বয়সী আফগান ক্রিকেটার বাহির শাহ। যার ব্যাটিং গড় ১২১.৭৭। ৭টা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাহির। ১২ ইনিংসে করেছেন ১০৯৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই বাহির করেছিলেন ২৫৬, যা অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ রান। ইতোমধ্যেই একটি ট্রিপল সেঞ্চুরি করেন বাহির। যে স্মৃতি বাহিরের কাছে এখনো টাটকা, ‘২ দিন ধরে ব্যাট করেছিলাম। ফিটনেসে জোর দিয়েছিলাম বলেই টানা দু’দিন ব্যাট করতে পেরেছিলাম।’ এই মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছেন বাহির। আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নেবেন তিনি। বাহির বলে গেলেন, ‘প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করেছি। এবার টুর্নামেন্টে ভালো করা একমাত্র লক্ষ্য।’ ওয়েবসাইট।