সাকিবের করোনা টেস্টের ফল ‘নেগেটিভ’

খেলাধুলা প্রতিবেদন
বনানীতে নিজের বাসা থেকে গত (বৃহস্পতিবার) করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন সাকিব আল হাসান। গতকাল (শুক্রবার) রিপোর্ট হাতে পেয়েছেন। তার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষায় পাস করেই গত মঙ্গলবার ৫ মাস পর বাংলাদেশে পা রাখেন অলরাউন্ডার সাকিব। আগামী ২৯শে অক্টোবর তার নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে আগেভাগে নিজেকে ফিট করতে চান সাকিব। এ জন্যই বাংলাদেশে আসা তার। আসন্ন শ্রীলঙ্কা সফর সামনে রেখে বিকেএসপিতে প্রস্তুতি নেবেন সাকিব। তবে বিকেএসপিতে ঢুকতে হলে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে তাকে। এ কারণে দেশে ফিরে আবার করোনা টেস্ট করাতে হয়েছে সাকিবকে।