সাংবাদিক ফাইজার চৌধুরী স্ত্রী শারমিন সুস্থ্যতায় দোয়া কামনা

12400990_10209136296863215_2998426233594697160_nশহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশন রিপোর্টার ফাইজার চৌধূরীর স্ত্রী মিসেস শারমিন চৌধূরী অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি। প্রেসক্লাব সেক্রেটারী তার সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন। তবে মিসেস শারমিনের অবস্থা এখন উন্নতির দিকে। সাংবাদিক ফাইজার চৌধূরীর স্ত্রীকে হাসপাতালে দেখতে পরিচিতজনদের ভীড় লেগে আছে।