চুয়াডাঙ্গা বুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সর্বত্র নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি

সমীকরণ প্রতিবেদন
ডিসেম্বর ৩০, ২০২০ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের বিভিন্ন উপজেলায় অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাব্যবস্থা লইয়া অভিযোগের অন্ত নাই। প্রথম অভিযোগটা হইল ডাক্তার-নার্স নাই। থাকিলেও পর্যাপ্তসংখ্যক নাই। প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম বা যন্ত্রপাতি নাই। থাকিলেও তাহা অপর্যাপ্ত কিংবা যন্ত্রপাতি চালাইবার মতো টেকনিশিয়ান নাই। জনবলের অভাবে হাসপাতালের নূতন মেশিনারিজ অব্যবহূত থাকিতে থাকিতে নষ্ট হইয়া পড়িতেছে এমন খবরও প্রকাশিত হয় পত্রপত্রিকায়। সরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেমন খবরে প্রকাশ, দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে; কিন্তু চালক নাই। এই হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্স রহিয়াছে; কিন্তু দেড় বৎসর ধরিয়া অ্যাম্বুলেন্সের চালক না থাকায় সময়মতো চিকিৎসাসেবা নিতে পারিতেছেন না রোগীরা। ইহাতে প্রাইভেট অ্যাম্বুলেন্সের জন্য রোগীর আত্মীয়স্বজনের ছুটাছুটি করিতে হয়। সরকারি অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন বাবদ খরচ কম। পক্ষান্তরে প্রাইভেট অ্যাম্বুলেন্সে খরচ তুলনামূলকভাবে অধিক। ফলে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের কার্যকারিতা না থাকায় রোগীর স্বজনদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করিতে হয়। চিকিৎসাসেবা নিতে বিলম্ব হওয়ায় অনেক সময় রোগী পথিমধ্যে মৃত্যুবরণও করিয়া থাকে।
লক্ষ লক্ষ ট্যাক্সের টাকা দিয়া ক্রয় করা সরকারি অ্যাম্বুলেন্স কেন গ্যারেজে বা খোলা আকাশের নিচে পড়িয়া থাকিবে, তাহা একটি বড় প্রশ্ন। এইভাবে অলস পড়িয়া থাকিতে থাকিতে একসময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হইয়া যায়। ইহা কি দেখিবার কেহ নাই? নিশ্চয়ই ইহার কর্তৃপক্ষ আছেন; কিন্তু তাহাদের সীমাহীন দায়িত্ব অবহেলার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া হইলে কেন যথাসময়ে চালক নিয়োগ দেওয়া হইবে না? চালক ছাড়া কোনো গাড়ি কি এমনিতেই চলিতে পারে! ইহা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা নাই? খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অ্যাম্বুলেন্সের চালকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানাইয়াছেন; কিন্তু তাহার পরও কেন কাজ হইতেছে না? বিষয়টি কি স্থানীয় জনপ্রতিনিধিদের জানা নাই? তাহারা কেন বসিয়া আছেন? জনগণের ভালোমন্দ দেখভাল করিবার দায়িত্ব যাহাদের, তাহারা যখন উদাসীন হইয়া পড়েন, তখন বিভিন্ন ব্যবস্থাপনায় একের পর এক সমস্যা দেখা দিতে থাকে। এইখানে স্থানীয় প্রশাসনে শৃঙ্খলাবোধেরও অভাব রহিয়াছে। জনগণের সমস্যাকে কেহ গুরুত্ব দিয়া আমলে লইতেছেন না। বিভিন্ন আবেদন-নিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টেবিলে রাখা স্তূপীকৃত ফাইলের মধ্যে আটকা পড়িয়া থাকে। এমনও অভিযোগ রহিয়াছে যে, সরকারি ক্লিনিক-হাসপাতালগুলি যাহাতে অকার্যকর থাকে, এই জন্য একশ্রেণির প্রাইভেট ক্লিনিক-হাসপাতালের মালিক সিন্ডিকেট তৈরি করিয়া নানা অপকর্ম চালায়। তাহারা সরকারি হাসপাতালের ডাক্তার-নার্স এমনকি কর্মকর্তাদের উেকাচ প্রদানের মাধ্যমে বাগে আনিয়া তাহাদের যন্ত্রপাতি অব্যবহূত অথবা অকেজো বা নষ্ট করিয়া রাখিতে উৎসাহিত বা সাহায্য করে। এই যোগসাজশের কারণেও বৎসরের পর বৎসর সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যন্ত্রপাতি অবহেলায় পড়িয়া থাকে। জনবল নিয়োগে ইচ্ছাকৃতভাবে গড়িমসি করা হয়। আবার কখনো কখনো আমলাতান্ত্রিক জটিলতার কারণেও কালক্ষেপণ হইয়া থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।