প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি না মানায় চারজনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল ও বিকেলে পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এছাড়া সরোজগঞ্জ প্রধান সড়কের ধারে রাখা ইট, বালু, বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাইন বোর্ড ও কাঠের গোলায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এসব অবৈধ স্থাপনা অপসরণ করা হয়েছে। এবং সরোজগঞ্জ বাজারে রাস্তার ধারে জলাবদ্ধ, কাঁদা মাটির পিচের রাস্তার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ কাজে তদারকি করেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।