সরোজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মুদিখানা, ফার্মেসি, গোখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করেন সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় মেসার্স সেণ্টু স্টোরে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক ওবাইদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

একই এলাকার মেসার্স তুলি এন্টারপ্রাইজের মালিক মমিনুল ইসলামকে প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় এক হাজার টাকা, মেসার্স ইমন ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইদ্রিস আলীকে ৫১ ধারায় তিন হাজার টাকা এবং মেসার্স আদর্শ পোল্ট্রি ফিডকে মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ফিড বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কাবিলকে ৩৮ ও ৫১ ধারায় তিন হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।