সরোজগঞ্জে বাড়ী ফেরার পথে গাছের ডাল ভেঙ্গে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক: সরোজগঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে আলম সাধুযোগে নিজ বাড়ী চুয়াডাঙ্গা পৌরএলাকার ফার্মপাড়ার ফেরার পথিমধ্যে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের কাছে পৌঁছালে রাস্তারপাশে অবস্থিত মেহেগনি গাছের শুকনা ডাল ভেঙ্গে আলমসাধু যাত্রী জাহাঙ্গীর (৫৫) নিহত হয় এবং ৩ আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছে। আর নিহত জাহাঙ্গীরের লাশের দাফন আজ সম্পন্ন হবে বলে জানা গেছে।