সরোজগঞ্জে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক আহত

প্রতিবেদক, সরোজগঞ্জ:
সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন এক যুবক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের ও সরোজগঞ্জ বেবি নার্সিং স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের পুত্র নিয়ন হোসেন (২০)। জানা গেছে, নিয়ন হোসেন সকালে নিজ বাড়ি থেকে ছোট বোনকে নিয়ে স্কুলের মোটরসাইকেল ডিসকভারিযোগে সরোজগঞ্জ বাজারে দিকে আসার সময়ে আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি নিজ বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।